ওয়েব ডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বাঁকুড়া। বেলা বাড়লেও কাটেনি কুয়াশার আস্তরণ। দেখা মেলেনি রোদের। তাপমাত্রার পারদও নেমেছে বেশকয়েক ডিগ্রি। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বাঁকুড়ায়। ভোরে আগুন পোহানোর ছবিও চোখে পড়েছে। কুয়াশার জেরে যানচলাচলও কিছুটা কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নোট বাতিলের পর এক সপ্তাহে PayTm-এ কত লেনদেন হয়েছে জানেন?


অন্যদিকে, বনধের দিনে বাস বের না করায় তৃণমূলের কোপে বাস মালিকরা। বীরভূমের নানুর থানার বাসাপাড়া বাসস্ট্যান্ডের ঘটনা। সোমবার বামেদের ডাকা বনধে বাস না চালানোর জন্য এই নির্দেশ। আজ বাস চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই জন্য আজ বন্ধ রয়েছে দশটিরও বেশি বাস। এতগুলো বাস হঠাত্‍ করে না চলায় প্রবল সমস্যায় পড়েছেন রোজকার যাত্রীরা।


আরও পড়ুন বেআইনি রেঁস্তোরার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানিয়ে উল্টে নিগ্রহের শিকার দম্পতি