ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাসছে শিলিগুড়ি। গতরাত থেকে প্রায় একটানা বৃষ্টি চলছে শিলিগুড়িতে। সকাল থেকে কার্যত ঘরবন্দি মানুষজন। নিতান্ত প্রয়োজনে যাদের বেরোতেই হয়েছে, বৃষ্টিতে স্নান করে গন্তব্যে পৌছেছেন তাঁরা। ছাত্রছাত্রীদেরও একই অবস্থা।


গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস করেছে শিলিগুড়ির মানুষ জন। অনেক এলাকায় অত্যধিক গরমের ফলে জলসঙ্কট পর্যন্ত দেখা দেয়। এই বৃষ্টি তাই স্বস্তির বার্তা বয়ে আনল বাসিন্দাদের জন্য। লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে মহানন্দা নদীতে। এদিন বৃষ্টিতে নাজেহাল হতে হলেও, শিলিগুড়িবাসীর অবশ্য কোনও অভিযোগ নেই। কারণ, গরম থেকে মুক্তি মেলায় খুশি তাঁরা।