হারিয়ে গেল উচ্চমাধ্যমিকের ওয়ার্ক এডুকেশেনের প্রায় একশোটি খাতা। নদিয়ার কৃষ্ণনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রানাঘাটে প্রধান পরীক্ষকের দফতর থেকে উচ্চমাধ্যমিকের ওয়ার্ক এডুকেশনের প্রায় ১০০টি উত্তরপত্র নিয়ে কৃষ্ণনগর স্টেশনে নামেন শিউলি শিকদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধুবুলিয়া বেলপুকুর হাইস্কুলের শিক্ষিকা তিনি। এরপর স্টেশন চত্বরেই একটি দোকান থেকে কেনাকাটা করেন তিনি। হঠাত্ই তাঁর নজরে পড়ে যে ব্যাগে তিনি খাতাগুলি এনেছিলেন, সেই ব্যাগ উধাও। সঙ্গে সঙ্গে তিনি কোতোয়ালি থানায় খবর দেন। পুলিস এসে তল্লাসি শুরু করে। কিন্তু এরই মধ্যে হঠাত্‍ থানা থেকে উধাও হয়ে যান ওই শিক্ষিকা। তিনি কোনও লিখিত অভিযোগও দায়ের করেননি। তখনই শুরু হয়ে যায় নতুন জল্পনা।


কেন তিনি এফআইআর করলেন না? তিনি থানা থেকে পালিয়েই বা গেলেন কেন? পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জেলা আহ্বায়ক বিমলেন্দু সিংহ রায়। তবে তিনি এই বিষয় নিয়ে মুখ খোলেনি। কৃষ্ণনগরের মহকুমাশাসকও ঘটনায় কথা স্বীকার করেছেন।