সকাল ১০টায় উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা, যে যে ওয়েবসাইটে জানা যাবে ফল
আজ উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিলের নির্দিষ্ট মোট ৬০টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিদ্যালয়গুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ।
ওয়েব ডেস্ক: আজ উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সিলের নির্দিষ্ট মোট ৬০টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিদ্যালয়গুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ।
যে যে ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল-
www.wbresults.nic.in
www.exametc.com
www.knowyourresult.com
www.schools9.com
www.manabadi.com
www.ExamResults.net
www.WestBengalEducation.net
www.results.westbengaleducation.net
www.resultsout.com
www.jagaranjosh.com
এছাড়া ৫৪২৪২, ৫৮৮৮৮, ৫৮৮৮৮৭১১, ৫২০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ নাম্বারে রোল নাম্বার SMS করেও ফল জানা যাবে। SMS করতে লিখতে হবে WB12 <Roll Number> আর পাঠিয়ে দিতে হবে যে কোনও একটি নম্বরে।