রঙের নেশায় বুঁদ বাঁকু়ড়া থেকে বারাসত
রঙের নেশায় মাতোয়ারা জেলা। বাঁকুড়া থেকে বারাসত সর্বত্রই রঙিন। গান,কবিতা, প্রভাতফেরিতে জমে উঠেছে দোল উত্সব।
ওয়েব ডেস্ক : রঙের নেশায় মাতোয়ারা জেলা। বাঁকুড়া থেকে বারাসত সর্বত্রই রঙিন। গান,কবিতা, প্রভাতফেরিতে জমে উঠেছে দোল উত্সব।
বারাসত চাঁপাডালির মোড় থেকে সকালে শুরু হয় প্রভাতফেরি। সঙ্গে ছিল আবির খেলা। নদিয়ার চাকদহের ঘেঁটুগাছিতেও সকাল থেকে শুরু হয়েছে দোল উত্সব। কচিকাঁচা থেকে প্রবীনরাও মেতেছেন রঙের উত্সবে। মায়াপুরেও শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান।
বাঁকুড়ার রামপুরের নজরুল পার্কেও লেগেছে দোলের রঙ। শান্তিনিকেতনের আদলে সেজে উঠেছে নজরুল পার্ক। সিঙ্গুর রাঙা হয়েছে দোলের রঙে। সকালে নন্দিতা সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে শুরু হয়েছে বসন্ত উত্সব। সন্ধেয় রয়েছে বিশেষ অনুষ্ঠান।
আরও পড়ুন, শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি
আরও পড়ুন, সব গ্লানি দূরে ঠেলে রঙিন হল কোচবিহারের প্রিয়গঞ্জ কলোনিও