ওয়েব ডেস্ক: হাওড়া স্টোনম্যান কাণ্ডের কিনারা। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল হাওড়া কমিশনারেট। ধৃতরা হল অতীশ হেলা ও রাহুল হরি ওরফে পাল্লা।


জেরায় অতীশ খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিসের। পার্কে টাকাপয়সা ছিনতাই করতে এসেছিল তারা। ঘুমন্ত যুবকের টাকাপয়সা ছিনতাই করতে গেলে বাধা পায় অতীশ ও হরি। তখন পাথর দিয়ে ওই যুবককে তারা খুন করে বলে স্বীকার করেছে অতীশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিস। অভিযুক্তদের নিয়ে রাতভর তল্লাসি চালায় ব্যাঁটরা থানার পুলিস ও গোয়েন্দারা। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।