ওয়েব ডেস্ক: আজ রেলমন্ত্রী সুরেশ প্রভুর আসার কথা হাওড়া স্টেশনে। তার আগে সেখানে বোমাতঙ্ক। বৃহস্পতিবার রাতে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে একটি তার জড়ানো বাক্সকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ তারকেশ্বর লোকাল। বোমাতঙ্কের জেরে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয় ট্রেন। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। আনা হয় স্নিফার ডগ। গোটা এলাকা ঘিরে, দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাসি। শেষপর্যন্ত সন্দেহজনক বস্তুটিকে সরিয়ে নিয়ে যায় সিআইডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগেও হাওড়া স্টেশন চত্বরে একাধিকবার বোমা উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ঘটছে একই ঘটনা? বৃহস্পতিবার রাতে বোমাতঙ্কের পর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে হাওড়া স্টেশনের নিরাপত্তা।