ওয়েব ডেস্ক: টাকা বাতিলের ধাক্কায় বেচাকেনা বন্ধ হাওড়ার মঙ্গলা হাটে। ক্রেতা বিক্রেতা দু পক্ষ হাজির থাকলেও বাতিল নোটের জেরে বন্ধ বেচা কেনা। বন্ধ কোটি কোটি টাকার লেন দেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গোটা রাজ্য তো বটেই পড়শি রাজ্য থেকে বহু ব্যবসায়ী আসেন এই হাটে কেনা বেচা করতে। পাঁচশ, হাজার টাকার নোট বাতিলের পর হাট খা খা করছে। অন্যান্য হাট বারে ভিড়ে এই হাটে চলা কঠিন, চিত্‍কারে কান পাতা দায়। আজ অন্যরকম। ব্যবসায়ীরা বলছেন বউনি হচ্ছে না। 


 


চরম দুর্ভোগে গোটা হাট। ক্রেতা আছে, বিক্রেতা আছে, মাল আছে, চাহিদা আছে কিন্তু বিক্রি নেই। আরও পড়ুন- "মাকে নিয়ে রাজনীতি করছেন মোদী", বিস্ফোরক কেজরি