ওয়েব ডেস্ক : আলিপুরদুয়ারে উদ্ধার সন্দেহজনক বস্তু আসলে IED। এবং যথেষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন IED। জানাল CID। আজ সকালে আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডে সঞ্জয় নগরের একটি বাড়িতে IED উদ্ধার হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জনৈক  রামকৃষ্ণ সূত্রধরের বাড়ির ক্যান্টিনের নীচে সলতে পুড়তে দেখা যায়। তড়িঘড়ি জল দিয়ে নিভিয়ে দেন স্থানীয় মানুষ। দেখা যায় বড় একটি প্লাস্টিকের কৌটো থেকে বেরিয়ে রয়েছে সলতে। এরপরই এলাকার মাঠে এনে রাখা হয় সন্দেহজনক বস্তুটিকে। পুলিসে খবর দেওয়া হয়। আসে  CID-র বম্ব স্কোয়াড। ঘণ্টা তিনেক পরে IED নিষ্ক্রিয় করে CID। 


আরও পড়ুন, শিশুপাচার কাণ্ডের জের, নজরদারি বাড়ছে NGO ও হোমগুলির উপর