শিশু পাচার কাণ্ডে জুহি চৌধুরীকে জেরায় সাংসদ যোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
জুহি চৌধুরীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আরও ৪টি হোম খোলার পরিকল্পনা ছিল জুহি চৌধুরী এবং চন্দনা চক্রবর্তীর। এই হোমগুলির অনুমোদন এবং অনুদানের জন্য এক সাংসদের কাছে দরবার করে জুহি ও চন্দনা।
ওয়েব ডেস্ক : জুহি চৌধুরীকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আরও ৪টি হোম খোলার পরিকল্পনা ছিল জুহি চৌধুরী এবং চন্দনা চক্রবর্তীর। এই হোমগুলির অনুমোদন এবং অনুদানের জন্য এক সাংসদের কাছে দরবার করে জুহি ও চন্দনা।
জানুয়ারির শুরুর দিকে মধ্য কলকাতায় ওই সাংসদের সঙ্গে দুজন বৈঠকও করে। রুদ্ধদ্বার বৈঠকে হোম তৈরির ব্লু প্রিন্ট তৈরি হয়ে যায়। এই হোমগুলি যাতে নিয়মিত সরকারি অনুদান পায়, সে ব্যাপারটিও কীভাবে নিশ্চিত করা হবে, তার ছক তৈরি হয়ে যায় বৈঠকে। জুহি চৌধুরীকে জেরায় এই তথ্য মিলেছে বলে দাবি করেছেন CID-র তদন্তকারীরা।
আরও পড়ুন, কোন পথে পালানোর ছক কষেছিল জুহি?