ওয়েব ডেস্ক : কীভাবে শিশু দত্তকের বেআইনি ব্যবসা চালাত বিমলা শিশুগৃহ? পুলিস সূত্রে খবর, কুমারী মায়েদের অসহায়তার সুযোগেই এই ব্যবসা ফুলেফেঁপে ওঠে। বিভিন্ন এলাকা থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের এনে এই হোমে রাখা হত। প্রসবের পর সেই সন্তানগুলি বিক্রি করা হত। খবর পেয়ে গতকালই CID-র দল সেখানে গিয়ে চক্র ফাঁস করে। গ্রেফতার করা হয় হোমের চেয়ারপার্সন চন্দনা চক্রবর্তীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিশু পাচারের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ির প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা!


প্রায় নিলামের ঢঙে, ক্রেতাদের দেখানো হত শিশুদের। তারপর উপযুক্ত দাম যার কাছ থেকে মিলত তাকেই বিক্রি করা হত। এইভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ পেয়েছে CID। হোমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর নথি।