ওয়েব ডেস্ক: শুরু হল জঙ্গলমহল উত্‍সব ২০১৬। ঝাড়গ্রামের ঘোড়াধরা পার্কে উত্‍সবের উদ্বোধন হয় শুক্রবার। উপস্থিত ছিলেন মন্ত্রী চূড়ামনি হাঁসদা, বিধায়ক সুকুমার হাঁসদা সহ বিভিন্ন সরকারি আধিকারিক। তবে উত্‍সব শুরু হলেও সমস্যা সেই খুচরোর আকাল। নোট বাতিলের প্রভাব পড়েছে উত্‍সবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্‍সবে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন যাঁরা জীবনে হাজার টাকার নোট চোখেই দেখেননি। পাতা কুড়িয়ে পেট  চলে। অনটনের জীবনে মেলার চকমকি জীবনের স্বাদ বদলায়। এবার মেলা যেন ম্লান। জঙ্গলমহল উত্‍সব সরকারি উত্‍সব হলেও আসেন সেই সব মানুষ যাঁরা থাকেন প্রত্যন্ত গ্রামে। কিন্তু হাজার-পাঁচশ বাতিল, দিন আনি দিন খাই মানুষগুলোর জীবনেও প্রভাব ফেলেছে। টাকা নেই। আদতে খুচরো নোট নেই। খুচরো সমস্যায় মেলায় যেতে  পারছেন না অনেকেই। তবে সরকারি সৌজন্যে ঝাড়গ্রামের ঘোরাধরা পার্কে জাকজমকেই উদ্বোধন হল জঙ্গলমহল উত্‍সব দুহাজার ষোলো।


আরও পড়ুন- নোবেল চুরির তদন্তে আশার আলো


উত্‍সব শুরু হলেও নোট বাতিলের প্রভাব যে ভালই পড়েছে ও পড়বে তা স্বীকার করেছেন মন্ত্রী চূড়মনি মাহাত। মন্ত্রী জানিয়েছেন উত্‍সব সফল করার চেষ্টা চলছে। তবে নোট বাতিলের প্রতিবাদে তাঁরা ব্লক স্তরে মিটিং মিছিল করবেন।


আরও পড়ুন- নোবেল চুরির তদন্তে বড়সড় অগ্রগতি