ওয়েব ডেস্ক: ঝাড়গ্রাম জুড়ে ড্রেন বানাচ্ছে পুরসভা। আর তাতেই ফল হয়েছে উল্টো। শহর জুড়ে জমা জলে নাকাল ঝাড়গ্রামবাসী। সঙ্গে বেড়েছে মশার উত্পাত, ডেঙ্গির আতঙ্ক। শহরবাসীর অভিযোগ, মাস্টার প্ল্যান ছাড়াই কাজে নেমেছে পুরসভা। ড্রেন তৈরির নামে শহর জুড়ে চলছে টাকা লুঠ।


ঝাড়গ্রাম শহর জুড়ে পাকা ড্রেন তৈরির উদ্যোগ নিয়েছে পুরসভা। প্রায় ৩০ কিলোমিটার ড্রেন তৈরি হয়ে গিয়েছে। যদিও কাজের কাজ কিছুই হয়নি। উল্টে দুর্ভোগ বেড়েছে শহরবাসীর। বেশিরভাগ ড্রেনেরই কোনও আউটলেট নেই। জমা জলে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, ড্রেন তৈরির নামে আদতে টাকা লুঠ চলছে শহরজুড়ে। যদিও এসব অভিযোগকে মোটেই আমল দিচ্ছেন না পুর প্রধান। পুর প্রধান অভিযোগ না মানলেও, শহর জুড়ে বাড়ছে মশার উত্পাত। জ্বরের প্রকোপ। ডেঙ্গির আশঙ্কায় আতঙ্কিত ঝাড়গ্রাম।