ওয়েব ডেস্ক : কারণ ভোট। আর তাই দুই জেলায় দুই বিপরীত ছবি। একদিকে উত্তর ২৪ পরগনা, আর অন্যদিকে হুগলী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক ভোটের মুখে খুলল হুগলীর ভদ্রেশ্বরের নর্থব্রুক জুটমিল। জানুয়ারি মাসে এই জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। আজ তালা খুলে দেওয়া হয়। মিল খোলার পর আজ কাজে যোগ দেন রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা। প্রায় ৩ হাজার শ্রমিক আজ আবার কাজ ফিরে পেলেন। আগামী ৩০ এপ্রিল এই জেলায় ভোট।


অন্যদিকে, ভোট মিটতেই নেমে এল বেকারত্বের খাড়া। উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বন্ধ হয়ে গেল জুটমিল। উত্পাদন কম, এই যুক্তি দেখিয়ে আজ প্রবর্তক জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল কর্তৃপক্ষ। প্রথম শিফটের কর্মীরা কাজে গিয়ে নোটিস দেখতে পান। জুটমিল বন্ধে বেকার হলেন কমপক্ষে ৩ হাজার শ্রমিক।