ওয়েব ডেস্ক: পুজোর মুখে ফের বন্ধ চটকল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হল খড়দহের এনজেএমসি জুটমিলে। আজ সকালে কাজে যোগ দিতে এসে কর্মীরা প্রথম দেখতে পান সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। কর্মহীন প্রায় এগারোশো শ্রমিক। প্রতিবাদে বি টি রোড অবরোধ ক্ষুব্ধ শ্রমিকদের।


গতকাল, শ্রমিক বিক্ষোভের জেরে উত্পাদন বন্ধ হয়ে যায় উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া নফরচাঁদ জুটমিল। শ্রমিকদের অভিযোগ, বাইরে থেকে কাঁচামাল এনে উত্পাদন করে বিক্রি করছে কর্তৃপক্ষ। এরফলে, চারদিনের বেশি কাজ পাচ্ছেন না শ্রমিককরা। সাতদিনের কাজের দাবিতে কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিল শ্রমিকরা। গতকাল জুটমিলের কয়েকটি যন্ত্র বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পুজোর মুখে জুট মিলের প্রায় পাঁচহাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।