গঙ্গা পেরিয়ে আসা সূর্যের প্রথম আলো থেকে শুরু করে সন্ধের অপরূপ আলোকসজ্জা। ভক্তের ভিড়ে দিনভর সরগরম রইল দক্ষিণেশ্বর। রামকৃষ্ণ পরমহংস দেবের সাধনক্ষেত্র। এই একটি পরিচয়ে বাঙালির আত্মায় পাকাপাকি জায়গা করে নিয়েছে দক্ষিণেশ্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সূর্যের প্রথম আলো যখন মন্দিরের শিখর স্পর্শ করল, তখনই গর্ভগৃহ খোলার অপেক্ষায় ছিলেন অগণিত ভক্ত। পুজোর ডালা হাতে মানুষের সেই ভিড় দিনভর বেড়েই চলল। দুপুরে বিশেষ আরতির সময় গর্ভগৃহে প্রবেশ করল চব্বিশ ঘণ্টার ক্যামেরা।


এই উপাচারের রেশ রয়ে গেল দিনভর। সন্ধেয় মন্দির সেজে উঠল অপরূপ আলোকচ্ছটায়। গর্ভগৃহের গায়ে লেজারের কারসাজি সৃষ্টি করল মায়াবি পরিবেশ। তখনও পুজোর ডালি হাতে অপেক্ষায় অসংখ্য মানুষ।


দেখুন দক্ষিণেশ্বরের আরতি,