থানা চত্বরেই মাঝরাত পর্যন্ত চলছে জলসা, আতঙ্কে গ্রামবাসীরা
কালী পুজো শেষ হয়ে গিয়েছে। কিন্তু শেষ হয়নি জলসা। বন্ধ হয়নি উত্সব। তাও আবার কাটোয়া থানার মধ্যেই! মাঝরাত পর্যন্ত চলছে অনুষ্ঠান, সঙ্গে দেদার শব্দবাজি। এঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলায়। জলসা-পর্ব শেষ হবে যাত্রা দিয়ে। ৭ দিন ধরে উত্সব চলছে।
ওয়েব ডেস্ক : কালী পুজো শেষ হয়ে গিয়েছে। কিন্তু শেষ হয়নি জলসা। বন্ধ হয়নি উত্সব। তাও আবার কাটোয়া থানার মধ্যেই! মাঝরাত পর্যন্ত চলছে অনুষ্ঠান, সঙ্গে দেদার শব্দবাজি। এঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলায়। জলসা-পর্ব শেষ হবে যাত্রা দিয়ে। ৭ দিন ধরে উত্সব চলছে।
আরও পড়ুন- তরুণীর এই বাথরুম MMS-টি এখন ইন্টারনেট কাঁপাচ্ছে! (ভিডিওটি দেখুন)
থানা চত্বরে অনুষ্ঠানের পর, শেষ দু'দিন স্কুল মাঠে আয়োজনের ব্যবস্থা। মাধ্যমিকের টেস্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বিপাকে পড়ুয়ারা। ভয়ে অভিযোগ জানাতে পারছেন না কেউই। স্থানীয়দের বক্তব্য, কার কাছেই বা অভিযোগ জানানো হবে? যার কাছে করার কথা, সেই পুলিস-প্রশাসনই তো এই জলসার আয়োজক। ভয়ে ক্যামেরার সামনেও মুখ খুলতে নারাজ কেউ। কাটোয়া থানার ওসি সঞ্জীব ঘোষের বক্তব্য, ''অনুষ্ঠানের অনুমতি মিলেছে মহকুমা শাসকের কাছ থেকে।''