ওয়েব ডেস্ক: খড়গ্রামে পঞ্চায়েত সদস্য অপহরণের ঘটনায় তৃণমূলকেই দায়ী করল কংগ্রেস। পঞ্চায়েতের দখল নিতেই অপহরণ, দাবি কংগ্রেসের। এই অভিযোগে বহরমপুরের গির্জা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুধু করেছেন কংগ্রেস কর্মীরা। অবরোধের নেতৃত্বে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, অপহৃত পঞ্চায়েত সদস্য ফিরে না আসা পর্যন্ত এই অবরোধ চলবে।


দিনের ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয়। চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। তবে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় কংগ্রেস। দফায় দফায় অবরোধ স্থলে এসে অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেন পুলিসকর্তারা। কিন্তু অবরোধ তুলতে অস্বীকার করেন অধীর।