ওয়েব ডেস্ক : আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছে KLO। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এমনই ইঙ্গিত মিলল তাদের প্রকাশিত ভিডিও এবং চিঠিতে। এখানেই শেষ নয়। মায়ানমারে ভারতীয় সেনার অভিযানের পরও জীবিত KLO সুপ্রিমো জীবন সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল KLO-র প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই KLO-র নতুন ভিডিও আর ছবি প্রকাশ পেয়েছে। কামতাপুর থেকে হাত তুলে নেওয়ার জন্য চিঠিতে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। চিঠিতে সই করেছেন  জীবন সিং। কামতাপুর আন্দোলনের যে ঝাঁঝ বাড়াতে চলেছে KLO, তার ইঙ্গিত মিলেছে ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন মহিলার হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র। আর এই ছবি সামনে আসার পর কিছুটা কপালে ভাঁজ পড়েছে IB কর্তাদের।


আরও পড়ুন, নগদ নির্ভর গ্রামকে এবার ডিজিটাল বানানোর লক্ষ্যে নেওয়া হল দত্তক