হাওড়া: শ্রমিক বিক্ষোভে উত্তাল হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। গতকাল ১৪০জন অস্থায়ী শ্রমিককে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। তার জেরেই আজ এই শ্রমিক বিক্ষোভ। এর আগেও একশো জন অস্থায়ী শ্রমিককে বসিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। তখন থেকেই ভিতরে ভিতরে বিক্ষোভ দানা বাঁধছিল। আজ তা চরমে পৌছয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্তৃপক্ষের দাবি, ওয়াগনের দাম কমেছে। তাই দিনে তিনটি করে ওয়াগন তৈরি করতে হবে। কর্তৃপক্ষের এই দাবিতে নারাজ শ্রমিকরা। তাঁদের বক্তব্য, কারখানার যা পরিকাঠামো তাতে দিনে তিনটি করে ওয়াগন তৈরি সম্ভব নয়।


এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আজকের বৈঠক ভেস্তে যায়। তার পরেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। হাওড়ার রঙ তৈরির কারখানা শালিমার পেন্টসের পরিণতির পর বার্ন স্ট্যান্ডার্ডের ভবিষ্যত কোন পথে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে শ্রমিক মহলে।