ওয়েব ডেস্ক: বর্ধমানের কুলটিতে কিশোরী পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করে বাড়ি মালিক। এরকম একটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে স্থানীয় মানুষ। কিন্তু খবর পেলেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত।


নিগৃহীতার অভিযোগ, গতকাল রাতে বাড়ির মালিক তার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। কোনওক্রমে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। কিশোরীর কাছ থেকে প্রতিবেশীরা গোটা ঘটনা জানার পর অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। চলে ভাঙচুর। খবর পেয়েই গা ঢাকা দেয় অভিযুক্ত বাড়ির মালিক। বাড়ির মালিকের বিরুদ্ধে বরাকর থানায় ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা।