ওয়েব ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার সিবিআই RADAR- এ প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। কয়েকদিন আগেই লক্ষ্মণ শেঠকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মত আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন লক্ষ্মণ শেঠ। রোজভ্যালির সঙ্গে লক্ষ্মণ শেঠের বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের যোগ পেয়েছে সিবিআই। সেই বিষয়ে বিশদে জানতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, নারদ পার্ট টু প্রকাশ্যে আসার পরেই ফের স্টিং অস্ত্রে শান বিরোধীদের। আজ বেহালায় পথে নেমে নারদকাণ্ড নিয়ে ফের শাসকদলকে তীব্র আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র। ভিডিওয়ে দেখানো টাকা যাতে কোনওভাবেই ভোটের কাজে না ব্যবহার করা হয় তা খতিয়ে দেখুক কমিশন।  আর্ডি সিপিএম রাজ্য সম্পাদকের।  


নারদ স্টিং কাণ্ড নিয়ে ফের কমিশনের দ্বারস্থ বিজেপি। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে আজ নারদ স্টিং অপারেশনের দ্বিতীয় সিডি জমা দিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন অসীম সরকার, লকেট চট্টোপাধ্যায় ও  শিশির বাজোরিয়া।  দ্বিতীয় দফার স্টিংকাণ্ডে যাদের টাকা নিতে দেখা গেছে, তাদের নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার দাবি জানিয়েছেন বিজেপি প্রতিনিধিরা।