ওয়েব ডেস্ক : জেলা পরিষদের পর এবার জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিও বামেদের হাতছাড়া হল। ৪১টি আসনের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। তাতে তৃণমূলের হাতে ছিল ৪টি আসন। মাঝে কংগ্রেস থেকে দুজন তৃণমূলে যোগ দিলে রাজ্যের শাসক দলের সদস্য সংখ্যা বেড়ে হয় ৬। আজ বাম শিবির থেকে ঘাসফুল শিবিরে এল ১৬ জন পঞ্চায়েত সমিতি সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, জোটের আঁতুরঘরে এবার ভাঙনের ধাক্কা, আশঙ্কা ওড়ালেন অশোক ভট্টাচার্য


সাংসদ বিজয়চন্দ্র বর্মণের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তাঁরা। ফলে একচল্লিশ আসনের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ২২। আগামিকাল বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব আনবে তৃণমূল।