জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ
ফের খাঁচাবন্দি করা হল চিতাবাঘ। মালবাজারের লিস রিভার চা বাগানের আজ সকালে ধরা পড়ে চিতাবাঘটি। ধরা পড়ার পর খাঁচায় দাপাদাপি করতে গিয়ে চোট পায় বাঘটি। চিকিত্সার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ওয়েব ডেস্ক : ফের খাঁচাবন্দি করা হল চিতাবাঘ। মালবাজারের লিস রিভার চা বাগানের আজ সকালে ধরা পড়ে চিতাবাঘটি। ধরা পড়ার পর খাঁচায় দাপাদাপি করতে গিয়ে চোট পায় বাঘটি। চিকিত্সার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন- হুগলির পুলিস লাইনে ফের সাপ, আতঙ্কে কর্মীরা
জানা গেছে, গত কয়েদিন ধরেই বাগানের ১৪ নম্বর সেকশনে চিতাবাঘটি উপদ্রব শুরু করেছিল। বন দফতরকে জানানোর পর গত সপ্তাহে সেখানে খাঁচা পাতা হয়। অবশেষে আজ সকালে বন দফতরের পাতা ফাঁদে পা দেয় পূর্ণ বয়স্ক স্ত্রী চিতাবাঘটি। খাঁচার ভিতর দাপাদাপিতে ভেঙে গিয়েছে তার একটি দাঁত। গত এক বছরে এনিয়ে খাঁচায় ধরা পড়ল ৬টি চিতাবাঘ।