ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার উত্তর পশ্চিম প্রদেশের মহাভিলাচাচিহার এক অভয়ারণ্যে বাজের আঘাতে মৃত্যু হল চারটি হাতির। তাদের মধ্যে রয়েছে দুটি ছোট্ট হাতির শাবক। এদিন সকালে জঙ্গলে চারটে হাতিকে মৃত অবস্থায় দেখে বন দফতরের কর্মীদের খবর দেন স্থানীয়রা। ময়নাতদন্তের পর দেখা যায় বাজের আঘাতেই ওই হাতির মৃত্যু হয়েছে। চারটি হাতির মধ্যে সবচেয়ে বড় হাতিটির বয়স ২৫ বছর। অপর হাতিটির বয়স ৮ বছর। ছোট্ট দুটি হাতির বয়স যথাক্রমে ২ বছর ও ৮ মাস। ক দিন ধরেই কলম্বোর উত্তরপ্রান্তের এই অঞ্চলে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাত হচ্ছিল। সেইসঙ্গে ঝড়ও হচ্ছিল।


মনে করা হচ্ছে গত শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই বাজ পড়ে হাতিগুলি মারা যায়। বছর পাঁচেক আগে এভাবেই বাজ পড়ে চারটে ছোট হাতি মারা গিয়েছিল। শ্রীলঙ্কায় হাতির সংখ্যা দিন দিন কমছে। বছর পনেরো আগে দেশে হাতির সংখ্যা ছিল ১২ হাজারের মত। এখন সেখানে হাতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭হাজারে। অনেক নিরাপত্তার ব্যবস্থা করেও চোরাশিকারীদের হাত থেকে হাতিদের বাঁচানো যাচ্ছে না।