ওয়েব ডেক্স : ঝুঁকি নিয়ে মধ্যরাতে গঙ্গা পারাপার করতে হয়। আর তাতেই ডুবেছে নৌকা। বিকল্প যাতায়াতের ব্যবস্থা এতদিনেও কেন হল না? প্রশ্নের উত্তরে এলাকাবাসীরা বলছেন, ব্রিজ তৈরির উদ্যোগ একটা হয়েছিল। বাধ সেধেছে স্থানীয় মানুষের রোজগারের প্রশ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওপাড়ে কালনা। আর এপাড়ে শান্তিপুর। রোজই নদী পেরিয়ে যাতায়াত করতে  হয় দু'পাড়ের মানুষকে। শীত, গ্রীষ্ম, বর্ষা হোক বা জোয়ার-ভাটা। প্রাণ হাতে করেই নদী পেরোন দু'পাড়ের মানুষ। বিকল্প যোগাযোগের একটা মাধ্যম গড়ে তোলার চেষ্টা নাকি হয়েছিল। এলাকাবাসীরা জানাচ্ছেন ব্রিজ তৈরির পরিকল্পনার কথা।


কিন্তু, সেই উদ্যোগে জল ঢেলেছে স্থানীয় অর্থনীতি। ব্রিজ তৈরি হলে, ফেরি কর্মীদের পেট চলবে কী করে?


শান্তিপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীও মেনে নিয়েছেন ব্রিজে বাধার কথা। ফলে, ব্রিজের ভবিষ্যত্‍ এখন অনিশ্চয়তার ঘেরাটোপে। কবে ফাইল এগোবে কেউ জানে না। ততদিন এভাবেই নাকি প্রাণের ঝুঁকি নিয়ে নদী পেরোতে হবে দুপাড়ের মানুষকে।