ওয়েব ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন লকেট চ্যাটার্জি। আগেরবার প্রার্থী হিসেবে। আর এবার ভোটার হিসেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৭ এপ্রিল ময়ূরেশ্বরের বুথে রিগিংয়ের অভিযোগ তুলে সরব হন লকেট। অভিযোগ ওঠে সরকারি কাজে বাধাদানের। ময়ূরেশ্বর থানায় অভিযোগও দায়ের হয়। এবার লকেট চট্টোপাধ্যায় বচসায় জড়ালেন এক পোলিং এজেন্টের সঙ্গে।


আড়িয়াদহের ২১২ নম্বর বুথে ভোট দিতে যান লকেট চট্টোপাধ্যায়। সঙ্গে মিডিয়া নিয়ে কেন বুথে ঢুকেছেন? এই প্রশ্ন তুলে লকেটকে চ্যালেঞ্জ করেন এক নির্দল প্রার্থীর পোলিং এজেন্ট। এরপরেই ওই এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট। পরে প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় ভোট দেন তিনি।