ওয়েব ডেস্ক : ভোটের সময় আবির কেনা হয়েছিল। সবুজ আবির। রেজাল্ট বেরোনোর পর রাজ্যের প্রায় সর্বত্র সবুজ ঘাস রং-এ রাঙালেও কামারহাটি ছিল লাল। কিন্তু আজ কামারহাটির সর্বত্রই শুধু সবুজ আর সবুজ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিম্নচাপ কেটেছে । শুক্রবার ঝলমলে শরতে কামরাহাটিতে  ধুনো মাখা, বাজি ফাটানো পুজো গন্ধ।  অপেক্ষা ছিল। খবর পাওয়া মাত্রই  পুরো সবুজ। ভোটের না মাখা সবুজ আবির গোধুলির লালকে ম্লান করেছে। দাদা জামিন পেয়েছেন। সময় বদলায়, প্রেক্ষিত বদলায়, বদলায় আনুগত্য। কিন্তু এই সবুজ রং মাখা মুখ গুলো বলছে দাদা কোনও অন্যায় করতে পারেন না।


তবু কেন হার। ভোটের সেই অস্থির সময়ের  বিশ্লেষণ এখন নয়। এখন বড় মাপা কথা, উচ্ছাস যেন আবার মজবুত না করে প্রভাবশালী তকমা। জামিনের খবর পেয়ে উচ্ছাসে ফেটে পড়ে ভবানীপুরও। শুরু হয়ে যায় মিষ্টিমুখ, আবির খেলা। বাজির ঝকমকি। মদন মিত্রের সমর্থকদের কাছে এ যেন মদনোত্‍সব।


আরও পড়ুন, ৬৩৪ দিন জেলে থাকার পর জামিনে মুক্ত 'প্রভাবহীন' মদন মিত্র