ষষ্ঠী সকালে অকাল বোধন
আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। ঘটে প্রতিমার প্রাণপ্রতিষ্ঠার পালা। আজ থেকে উত্সবের ঢাকে পড়বে কাঠি। তবে এবার রিহর্সাল হয়ে গেছে চতুর্থী ও পঞ্চমীতেই। চড়া সুরে বাঁধা হয়েছে উত্সবের তার। দলে দলে রাজপথে নেমে পড়ে, মণ্ডপে মণ্ডপে ভিড় করে আগেই উত্সবে সামিল হয়েছেন মানুষ।
ওয়েব ডেস্ক: আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। ঘটে প্রতিমার প্রাণপ্রতিষ্ঠার পালা। আজ থেকে উত্সবের ঢাকে পড়বে কাঠি। তবে এবার রিহর্সাল হয়ে গেছে চতুর্থী ও পঞ্চমীতেই। চড়া সুরে বাঁধা হয়েছে উত্সবের তার। দলে দলে রাজপথে নেমে পড়ে, মণ্ডপে মণ্ডপে ভিড় করে আগেই উত্সবে সামিল হয়েছেন মানুষ।
আরও পড়ুন- প্রাণের বোধন ঘটিয়ে মানবিকতার বার্তা নার্সিংহোমের
শারদোত্সবকে ঘিরে মানুষের এই বিপুল উত্সাহ চোখে পড়ছে কয়েক বছর ধরেই। সারা বছর নানা সমস্যার মধ্যে থেকে উত্সবের দিনগুলোর জন্য বাঙালি তার এই প্রাণশক্তি কীভাবে বাঁচিয়ে রাখে, তা একটা বিস্ময়ের বিষয়। প্রতি বছর শারদোত্সবে বাঙালি এভাবেই নিজেকে খুঁজে পায়। আজও বেলা বাড়লেই মণ্ডপমুখী হবে জনতা। দিনে ও রাতে চোখে পড়বে সেই চেনা ছবি। মহাষষ্ঠীতে বেজে উঠবে উত্সবের ভৈরবী।