ওয়েব ডেস্ক: বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়েছেন। যাঁরা রয়ে গেছেন, তাঁদের সঙ্গী চাপা আতঙ্ক। মাস্কেটবাহিনীর তাণ্ডবের দুদিন পরও মাখড়ায় দেখা নেই পুলিস ক্যাম্পের। আজও আতঙ্কপুরী মাখড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস্কেট বাহিনীর তাণ্ডবের পর কেটে গেছে দুদিন। এখনও আতঙ্কপুরী মাখড়া। সকাল থেকে বার কয়েক গ্রামে টহল দিয়েছে পুলিস। আর খাঁকি উর্দি দেখেই একটু নিরাপত্তার আশায়  ছুটে গেছে দিশেহারা মানুষ। সকাল থেকে গ্রামের ভিতর ক্যাম্প বসার কথা ছিল। কিন্তু, দুপুর পর্যন্ত মাখড়ায় চোখে পড়েনি কোনও ক্যাম্প। ক্যাম্প কোথায় হবে তা জানেন না পুলিস কর্মীরা। যদিও সার্কেল ইন্সপেক্টর তা মানতে নারাজ।


মাস্কেট বাহিনীর তাণ্ডবের সময় পুলিসের ভূমিকা ছিল নীরব দর্শকের। দুদিন পরও পুলিসের ভূমিকা কি আদৌ বদলেছে? প্রশ্ন তুলছেন মাখড়াবাসী।