ওয়েব ডেস্ক: ঝিটকা আর আলিপুরদুয়ারের পুনরাবৃত্তি এবার মালদার বৈষ্ণবনগরে। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হল সিআইডির বম্ব স্কোয়াডের দুই অফিসারের। মৃতের নাম বিশুদ্ধানন্দ মিশ্র ও সুব্রত চৌধুরী। জখম আরও এক অফিসার মনিরুজ জামালের অবস্থা আশঙ্কাজনক। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।মালদার বৈষ্ণবনগরে বিস্ফোরণের তদন্তে যান ওই তিনজন।


সেখানেই বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়। জানা গিয়েছে, বল বোমা তৈরি করা হচ্ছিল। মজুত ছিল সালফার, পটাসিয়াম ক্লোরেট ও গান পাউডার। বোমা বা বিস্ফোরক নিষ্ক্রিয় করার মতো কোনও সরঞ্জাম তাঁদের কাছে ছিল না। উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরক এক সঙ্গে জরো করে তাঁরা জ্বালিয়ে দেন। আর তাতেই এই বিপত্তি ঘটে। তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন ডিআইজি সিআইডি অপারেশন।