ওয়েব ডেস্ক: সরকারি সাহায্যে এবার সরাসরি শহরে এসে নিজেদের মাঠের ফসল বিক্রি করতে পারবেন চাষিরা। ফড়েদের দাপট ঠেকাতে এই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। গ্রাম থেকে গাড়ি করে চাষিদের শহরে আনার বন্দোবস্ত করবে সরকার। এর জন্য গড়ে তোলা হচ্ছে ক্লাস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চাষিরা সরাসরি ফসল বিক্রি করতে পারবেন শহরের আবাসন, শপিং মলে। শহর থেকে চাষিদের গ্রামে ফেরারও বন্দোবস্ত হবে সরকারি উদ্যোগে। ৩০টি গাড়ির বন্দোবস্ত হয়েছে। আরও দেওয়া হবে ৩০ টি গাড়ি।


এদিকে, আলু চাষিদের পাশে দাঁড়াতেও উদ্যোগী রাজ্য। মিড ডে মিলের আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। শুধু তাই নয়, রফতানির ক্ষেত্রেও মিলবে ভর্তুকি। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উদ্যোগ প্রশংসনীয় হলেও দেরি হয়েছে অনেকটাই।  বলছেন কৃষকদের একাংশ। (আরও পড়ুন- সরকারি হাসপাতালের ডাক্তারের অমানবিক কাজ, কানের দুলে ফি দিলেন রোগী!)