ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে বিরোধীরা যখন প্রতিদিন সুর চড়াচ্ছে, ঠিক তখন নিজের ভাবমূর্তিকেই পুঁজি করছেন তৃণমূল নেত্রী। আজ জঙ্গল মহলের প্রচারে সেই পুঁজিকে বিনিয়োগ করেই ভোট চাইলেন মমতা। বললেন, মানুষ যদি তাঁকে বিশ্বাস করেন, তাহলে তৃণমূলকেই ভোট দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদকাণ্ডে যখন বিরোধীরা হুল ফোটাতে শুরু করেছে তখনই উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে তৃণমূলনেত্রী বলেছিলেন তৃণমূল মানে শুধু তিনিই। ২৯৪টি  আসনে তিনিই প্রার্থী। নারদ স্টিংয়ে সামনে এসেছে একের পর এক সাংসদ-মন্ত্রীর ছবি।সেই ফুটেজকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। এই লড়াইয়ে তাই মমতা USP করেছেন তাঁর নিজের সততার ইমেজকেই।
শনিবার জঙ্গল মহলের সভাতেও নিজের ভাবমুর্তিকে পুঁজি করেই ভোট চাইলেন তৃণমূলনেত্রী।


বারবার শুধু নিজের  ইমেজকেই অস্ত্র করছেন নেত্রী। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, আসলে সারদা-থেকে নারদ, যেভাবে নাম জড়াচ্ছে দলের একের পর এক নেতার তাতে কারোর উপরই ভরসা করতে পারছেন না মমতা। ভোট বৈতরণী পার হতে তাঁর ভরসা তিনি নিজেই।