ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে বিপত্তি। দার্জিলিংয়ে বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল ৪ জনের। জীবিত উদ্ধার ৭। ৪ জনের খোঁজ চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বন্যা পরিস্থিতিতে আরও অবনতি, ঘরছাড়া প্রায় ৫ হাজার মানুষ


উত্তরবঙ্গের জনজীবনে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে অতিবৃষ্টি। খারাপ দৃশ্যমানতায় কয়েকদিন আগেই, খাদে পড়ে যায় রাষ্ট্রপতির কনভয়ের একটি গাড়ি। এবার আরও তীব্র আঘাত হানল প্রকৃতি। শুক্রবার রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই বাড়িটি। চারতলা বাড়ির নীচের তিন তলায় থাকে তিনটি পরিবার। উপর তলায় থাকেন বাড়ির মালিক। বাড়ি ভেঙে পড়ার পরে প্রথমে উদ্ধারে হাত লাগান এলাকাবাসী।


রাতেই ঘটনাস্থলে পৌছন মোর্চা সভাপতি বিমল গুরুং। তারপর উদ্ধারে হাত লাগান বিপর্যয় মোকাবিলা দল। নিহতেদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করেছে GTA। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।


আরও পড়ুন রাজ্যের নাম বদলের নতুন করে উদ্যোগ মুখ্যমন্ত্রীর