মৃৎশিল্প আজ ফের মানুষের দরবারে
প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া মৃত্শিল্প আজ ফের মানুষের দরবারে। রাজ্য সরকারের সহযোগিতায় মুর্শিদাবাদের কাঁঠালিয়ার পুতুল পেয়েছে তার নিজস্ব পরিচিতি। মাটির জিনিস তৈরির জন্য এখন আর হাতে চালানো যন্ত্রের ওপর ভরসা করতে হয় না। কাঁঠালিয়ার মৃৎশিল্পীরা সরকারের সহযোগিতায় পেয়েছে মেশিন। তাতে জিনিস সংখ্যা বাড়ে, সময় লাগে কম। বিশাল ওজনের চাকা হাতে ঘোরাতে যা পরিশ্রম করতে হত তাও আর করতে হয় না। এই সুবিধার ফলে তাদের শিল্প আবার নতুন করে পরিচতি পাচ্ছে। শুধু কী দেশ..বিদেশেও পরিচিতি পাচ্ছে কাঁঠালিয়ায় তৈরি মাটির ভাঁড়, পুতুল। হয়েছে নিজস্ব সমবায় সমিতি, স্বাস্থ্যবীমা। খুশি মৃত্শিল্পীরা।
ওয়েব ডেস্ক: প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া মৃত্শিল্প আজ ফের মানুষের দরবারে। রাজ্য সরকারের সহযোগিতায় মুর্শিদাবাদের কাঁঠালিয়ার পুতুল পেয়েছে তার নিজস্ব পরিচিতি। মাটির জিনিস তৈরির জন্য এখন আর হাতে চালানো যন্ত্রের ওপর ভরসা করতে হয় না। কাঁঠালিয়ার মৃৎশিল্পীরা সরকারের সহযোগিতায় পেয়েছে মেশিন। তাতে জিনিস সংখ্যা বাড়ে, সময় লাগে কম। বিশাল ওজনের চাকা হাতে ঘোরাতে যা পরিশ্রম করতে হত তাও আর করতে হয় না। এই সুবিধার ফলে তাদের শিল্প আবার নতুন করে পরিচতি পাচ্ছে। শুধু কী দেশ..বিদেশেও পরিচিতি পাচ্ছে কাঁঠালিয়ায় তৈরি মাটির ভাঁড়, পুতুল। হয়েছে নিজস্ব সমবায় সমিতি, স্বাস্থ্যবীমা। খুশি মৃত্শিল্পীরা।
পড়ুন স্কুল শিক্ষায় আর পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ