ওয়েব ডেস্ক: আজ চুঁচুড়ায় হুগলি জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ সেপ্টেম্বর সিঙ্গুর ব্লক অফিসে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ওই দিন মমতা বিজয় উত্সব পালন করায় নিরাপত্তার কারণে বৈঠক বাতিল হয়। আজ চুঁচুড়া সার্কিট হাউসের উল্টো দিকে প্রশাসনিক ভবনে বৈঠক হবে। বিভিন্ন দফতরের মন্ত্রীরা ছাড়াও পুলিস ও প্রশাসনের আধিকারিকরাও পর্যালোচনা বৈঠকে থাকবেন।


আরও পড়ুন- ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে কুপিয়ে খুন


আগের বৈঠকে  যে সব কাজের সিদ্ধান্ত হয়েছিল, তার অগ্রগতি নিয়ে আজ আলোচনা হবে। বৈঠকের পর সমাবেশ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মমতা। প্রথামাফিক থাকছে নানা সরঞ্জাম বিলির কর্মসূচিও।


আরও পড়ুন-  বারুইপুরে উদ্ধার অস্ত্র কারথানা, গ্রেফতার ‍১