ওয়েব ডেস্ক: ক্লাবের পর এবার কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকেও বিভিন্ন অনুষ্ঠান খাতে অনুদান দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনটে দফতরকে সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি। বিরোধীদের অভিযোগ, সমস্ত ছাত্র সংসদ কব্জা করতেই নোট বিলোচ্ছে রাজ্য সরকার।


আরও পড়ুন- রাজ্য সরকার ৬৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তৈরি


রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানের দিন TMCP-র নেতা কর্মীরা জানিয়েছিলেন, নতুন সরকারের কাছে তাঁদের প্রত্যাশা চাকরি। টেটের রেজাল্ট ঘিরে অনিশ্চয়তা। দুর্নীতির অভিযোগ। মামলার গেরোয় শিক্ষক নিয়োগ ঝুলে থাকা। যুব সমাজের অসন্তোষ যে বাড়ছে, তা উপলব্ধি করে সরকারের অবস্থান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে শিক্ষাক্ষেত্রে অনুদান কেমনভাবে দেওয়া হয় ও তার প্রভাব কী হয় তা দেখতে চাইছে শিক্ষা মহল।


আরও পড়ুন- আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান