ওয়েব ডেস্ক: বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি রেঞ্জের রাদুরবাইদ গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত মলিন্দ মুর্মুর বাড়ি বেনাশোল গ্রামে।


আজ সকালে বাড়ি থেকে সাইকেলে চড়ে কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন বছর তিরিশের ওই যুবক। হঠাতই তার সামনে চলে আসে ৩টি হাতির একটি দল। প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার মধ্যে ১টি হাতি মলিন্দ মুর্মুকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে পুলিস এবং বনদফতরের কর্মীরা। তখন পুলিস অবং বনদফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।