মানসকে ফের শোকজ AICC-র, ১৫ দিনের মধ্যে জবাব তলব
দল বিরোধী কাজের অভিযোগ। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞাকে শোকজ করল AICC। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর মিলেছে। পিটিআই জানাচ্ছে, পনেরো দিনের মধ্যে মানসের জবাব তলব করেছে কংগ্রেসের কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি। ওই কমিটির শীর্ষে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা AK অ্যান্টনি।
ওয়েব ডেস্ক: দল বিরোধী কাজের অভিযোগ। কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞাকে শোকজ করল AICC। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর মিলেছে। পিটিআই জানাচ্ছে, পনেরো দিনের মধ্যে মানসের জবাব তলব করেছে কংগ্রেসের কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি। ওই কমিটির শীর্ষে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা AK অ্যান্টনি। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিধানসভায় PAC চেয়ারম্যান পদ গ্রহণ থেকে শুরু। তারপর মানস ভুঁইঞাকে বারবার বিতর্কিত অবস্থান নিতে দেখা গেছে।
আরও পড়ুন- ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী তরুণী
একাধিকবার বিরোধী দলনেতা আবদুল মান্নান ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তার জেরেই শো কজ বলে জানিয়েছে পিটিআই। যদিও মানস ভুঁইঞার দাবি, তিনি শো কজের চিঠি হাতে পাননি। প্রদেশ কংগ্রেসের তরফেও শো কজের সত্যতা স্বীকার করা হয়নি।