ওয়েব ডেস্ক : পুজোর মুখে বিপর্যয়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার কদমতলা বাজার। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। প্রাথমিকভাবে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও, আগুন আয়ত্ত্বে আসেনি। শেষপর্যন্ত আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৪টি ইঞ্জিন।


আগুনে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কীভাবে আগুন লাগল তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থাই ছিল না বাজারে। অনেকক্ষেত্রেই দমকলের বেঁধে দেওয়া গাইডলাইন মানা হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরকর্তারাও। আগুন যতক্ষণে আয়ত্ত্বে আসে, ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় প্রায় গোটা বাজারটিই।