ওয়েব ডেস্ক: মাতৃভূমি স্পেশাল ঘিরে কাটল না বিভ্রান্তি। এ নিয়ে কম কাণ্ড হয়নি গতকাল। তবু বিতর্ক আজও পিছু ছাড়ল না। সকাল সাতটা চল্লিশের ডাউন রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি স্পেশাল আজ ছাড়ে নির্ধারিত সময়েই। কিন্তু প্রতি স্টেশনে ঘোষণা করা হয়, ট্রেনের তিনটি কামরায় উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। সেইমতো উঠেও পড়েন তাঁরা। অথচ গতকালই প্রবল বিক্ষোভের মুখে তিনটি কামরা জেনারেল করার সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করেছিল রেল।


তবে কি সেই সিদ্ধান্ত থেকে আজ পিছিয়ে এল তারা? যদি তা না হয়, তাহলে এ কেমন স্থগিতাদেশ? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ মহিলা যাত্রীরা। আজ কোনও বিক্ষোভ দেখাননি তাঁরা। তবে গলায় ছিল হুঁশিয়ারির সুর। অনেকেই বলেন, কয়েক দিন দেখে তারপর আরও বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা।