ওয়েব ডেস্ক: খাদের কিনারায় ময়নাগুড়ি শহর। স্থানীয় জরদা নদীর ভাঙন ক্রমশ শহরমুখী হচ্ছে। প্রতিমুহুর্তে বাড়ছে আশঙ্কা। চাষের জমি, ভিটেমাটি সবই নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। সব জানে প্রশাসন। জেনেও নির্বিকার। ভাঙনের এ বিভীষিকা নতুন নয়। সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ। আতঙ্ক-আশঙ্কা নিয়ে রাতের পর রাত জাগা। এটাই কি হতে চলেছে ময়নাগুড়ি শহরের ভবিষ্যতও?এখানে জরদা নদীর ভাঙনে ঘুম ছুটেছে বাসিন্দাদের। বছর দুয়েক আগে জল্পেশের কাছে নদী হঠাত্‍ বসে যায়। তৈরি হয় জলপ্রপাত। সেই ভাঙন এখন শহরমুখী।
একত্রিশ নম্বর জাতীয় সড়ক, রেলব্রিজ সবই এখন ভাঙনের আশঙ্কার গেরোয়। এলাকাবাসীর প্রশ্ন, কবে ঘুম ভাঙবে প্রশাসনের? কী করতে হবে, তা জানা। কিন্তু কবে হবে? সব শেষ হয়ে যাওয়ার পর? জবাব নয়, কাজ চান ময়নাগুড়ির মানুষ।