ছিঃ!! ছোট্ট শিশুর দুষ্টুমির `পাশবিক` শাস্তি
বাড়িতে যখন তখন ঢুকে দুষ্টুমি করত চার বছরের শিশুটি। সে জন্য ওই শিশুর গলা এবং হাত পা বেঁধে তাকে খুনের চেষ্টা করল প্রতিবেশী। এমনই অভিযোগ উঠেছে বর্ধামানের কেতুগ্রামের কেঁউগুড়ি গ্রামের পূর্ব পাড়ায়।
ওয়েব ডেস্ক : বাড়িতে যখন তখন ঢুকে দুষ্টুমি করত চার বছরের শিশুটি। সে জন্য ওই শিশুর গলা এবং হাত পা বেঁধে তাকে খুনের চেষ্টা করল প্রতিবেশী। এমনই অভিযোগ উঠেছে বর্ধামানের কেতুগ্রামের কেঁউগুড়ি গ্রামের পূর্ব পাড়ায়।
শুক্রবার দুপুরে দীর্ঘক্ষণ ছেলে বাড়ি ফিরছে না দেখে ওই শিশুর মা কাঁকন চক্রবর্তী শিশুর খোঁজ শুরু করে। তখনই পরিত্যক্ত বাড়িতে বস্তা চাপা ও গলা এবং হাত পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। অচৈতন্য শিশুকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিস। অভিযুক্ত প্রতিবেশী ভুতো প্রামাণিক ঘটনার পর থেকেই পলাতক।