ওয়েব ডেস্ক: অবশেষে খোঁজ মিলল দামোদর নদে পড়ে যাওয়া যাত্রীবোঝাই গাড়ির। উদ্ধার হয়েছে গাড়ির এক যাত্রীর দেহ। আহত চার যাত্রীকে উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। রাতভর চলে উদ্ধারকাজ। গতকাল বিকেলে উলুবেড়িয়ার কাছে মহিষরেখা সেতুতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুরন্ত গতিতে চলছিল গাড়িটি।


সেতুর কাছে একটি স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে রেলিংয়ের গায়ে আছড়ে পড়ে গাড়িটি। এরপর রেলিং ভেঙে যাত্রীবোঝাই গাড়িটি পড়ে যায় নদীতে। স্থানীয় সূত্রে খবর, গাড়িটিতে ছিলেন হাওড়ার নিবরা এলাকার ছজন বাসিন্দা। কোলাঘাটের ধাবা থেকে খাওয়াদাওয়া করে ফিরছিলেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিস ও দমকলকর্মীরা। নামানো হয় ডুবুরিও। পরে উদ্ধারকাজে নামেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা।