ওয়েব ডেস্ক: মাদারিহাটের সভামঞ্চ থেকে আগাগোড়া মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, উড়ালপুল দুর্ঘটনায় মৃত্যু নিয়েও রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধারকাজ কিংবা মৃতদের পাশে দাঁড়ানোর পরিবর্তে মুখ্যমন্ত্রী ব্যস্ত বামেদের ঘাড়ে দায় চাপাতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের প্রশাসনিক প্রধান অথচ দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠকে আসেন না। চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, রাজ্যের চেয়ে ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


মোদীর নিশানায় সিন্ডিকেটও। মাদারিহাটের সভা থেকে প্রধানমন্ত্রীর তোপ,রাজ্যজুড়ে সিন্ডিকেটের দাপটে চাপা পড়ে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতা। চন্দনকাঠ চোরাচালানের সিন্ডিকেট চলছে উত্তরবঙ্গ জুড়ে।