ওয়েব ডেস্ক: চলন্ত ট্রেনে খোয়া গেল দুই কংগ্রেস বিধায়কের সর্বস্ব। ঘটনা মালদাগামী গৌড় এক্সপ্রেসে। মালদায় ফিরছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি ও চাঁচোলের বিধায়ক আসিফ মেহেবুব। গৌড় এক্সপ্রেসের AC কামরায় তাঁরা ছিলেন। আজ সকালে উঠে দেখেন, তাঁদের সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। মালদা GRP-তে অভিযোগ দায়ের করেছেন দুই বিধায়ক। প্রশ্ন তুলেছেন রেলের নিরাপত্তা নিয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


একদিকে যখন AC কামরায় চুরি, তখন গৌড় এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় শ্লীলতাহানির অভিযোগ। তাও আবার GRP-র বিরুদ্ধে। শিয়ালদহ থেকে একটি পরিবার মালদায় ফিরছিল। পরিবারের ৪৪জন সদস্য ছিলেন একই কামরায়। অভিযোগ বৈধ টিকিট থাকা সত্বেও তাঁদের থেকে টাকা দাবি করে টিকিট পরীক্ষক। দিতে অস্বীকার করায় নৈহাটি স্টেশনে GRP-কে ডেকে আনে টিকিট পরীক্ষক। অভিযোগ তারাই মহিলাদের শ্লীলতাহানি করে। আজ সকালে ট্রেন মালদা স্টেশনে পৌছলে GRP-তে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।