ওয়েব ডেস্ক: আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। প্রতিবাদ করলে অভিযুক্তদের মারধরে মাথা ফেটে যায় এক যাত্রীর। আহত হন বেশ কয়েকজন। ঘটনার সময় আরপিএফ জওয়ানরা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।  মালদহ পৌছে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার দুপুরে শিয়ালদহ থেকে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল আপ তিস্তা -তোর্সা এক্সপ্রেস। অভিযোগ, ট্রেন খাগরাঘাট রোড স্টেশনে পৌছলে  সংরক্ষিত কামরা S6 এ উঠে পড়ে কয়েকজন যুবক। এরপরই সংরক্ষিত কামরায় এক কলেজ ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করলে প্রতিবাদ করেন সহযাত্রীরা।  


মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে নেমে যায় ওই অভিযুক্তরা। অভিযোগ, এরপরই  প্রায় কয়েকশো সঙ্গী নিয়ে s6 কামরায় উঠে প্রতিবাদকারীদের ব্যাপক মারধর করে তারা। মাথা ফেটে যায় একজনের।  আহত হন আরও কয়েকজন। এরপর ট্রেন ছাড়ার সময় নেমে যায় তারা।


পরে মালদহ স্টেশনে পৌছে ব্যাপক বিক্ষোভ দেখান ক্ষুব্ধ যাত্রীরা। মালদহ জিআরপির আইসি তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। 


সংরক্ষিত কামরায় এই ঘটনায় ফের প্রশ্নের মুখে দুরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা। কর্তব্যরত আরপিএফ থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল? এই প্রশ্নটাই তুলছেন যাত্রীরা।