ওয়েব ডেস্ক: ফের গুজবের শিকার মা ও মেয়ে। স্রেফ সন্দেহের বশে মা ও মেয়েকে মারধর করে জ্বালিয়ে দেওয়া হল গাড়ি। এঘটনা ঘটেছে হুগলির জিরাটের কাছে আসানপুরে। বলাগড়ের আত্মীয়বাড়ি থেকে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন কল্যাণীর বাসিন্দা মা ও মেয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেয়ে অপর্ণা দেবী আগড়পাড়া হাইস্কুলের শিক্ষিকা। আসানপুরের কাছে তাদের গাড়িতে হামলা চালায় স্থানীয় কয়েকজন। মারধর করে তাঁদের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আহত মা ও মেয়েকে চিকিত্‍সার জন্য আনা হয়েছে কল্যাণীতে।


আরও পড়ুন- মহিলা কলেজে ঢুকে ছাত্রীদের বেধড়ক পেটানোর অভিযোগ TMCP নেতার বিরুদ্ধে


কিন্তু ঠিক কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে নিছক সন্দেহের বশেই যে হামলা তা স্পষ্টই জানিয়েছেন আক্রান্তরা। আহতদের দাবি, মারধরের পাশাপাশি তাঁদের সব গয়নাগাঁটিও লুঠ করে নেয় একদল দুষ্কৃতীরা। আহত মা ও মেয়েকে কল্যাণী হাসপাপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন- ১৪ দিনের জেল হেফাজত হল জয়প্রকাশ মজুমদারের