কান্দিতেও এবার বোধহয় `যায় যায়` অবস্থা কংগ্রেসের!
অধীর গড়ের কেল্লা একের পর ভেঙে পড়ছে। বহরমপুর পুরসভা হাতছাড়া হওয়ার পর এখন রাজ্য সভাপতির জেলা মুর্শিদাবাদে কংগ্রেসের দখলে শুধু কান্দি আর মুর্শিদাবাদ পুরসভার।
ওয়েব ডেস্ক: অধীর গড়ের কেল্লা একের পর ভেঙে পড়ছে। বহরমপুর পুরসভা হাতছাড়া হওয়ার পর এখন রাজ্য সভাপতির জেলা মুর্শিদাবাদে কংগ্রেসের দখলে শুধু কান্দি আর মুর্শিদাবাদ পুরসভার।
এবার হয়তো কান্দিতেও বিদায় ঘণ্টা বাজতে চলেছে কংগ্রেসের। যদিও কংগ্রেস এসব দাবি উড়িয়ে দিচ্ছে। তৃণমূলের টার্গেট এবার মুর্শিদাবাদের কান্দি পুরসভা। জোর জল্পনা প্রাক্তন উপ পুরপ্রধান সহ চারজন শিগগিরি যোগ দিতে পারেন শাসক শিবিরে। ৪ নেতা ইতিমধ্যেই কলকাতার গোপন ডেরায় আশ্রয় নিয়েছেন। গতকালই, বহরমপুর পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- অধীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে কী বললেন অভিষেক!
মুর্শিদাবাদের মোট ৭টি পুরসভার মধ্যে ৫টিই এই মুহূর্তে তৃণমূলের দখলে। বাকি রয়েছে কান্দি ও মুর্শিদাবাদ পুরসভা। আগামী একমাসের মধ্যে দুটি পুরসভাই দখল করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আজ চার নেতার কলকাতায় আসা কাঁপন ধরাচ্ছে অধীর গড়ে।