ওয়েব ডেস্ক: সিঙ্গুর এখন আর শুধু সফল কৃষক আন্দোলনের ইতিহাস নয়। ম্যানেজার তৈরির পাঠশালার বিষয়ও এখন সিঙ্গুর। সিঙ্গুর ঘুরে গেলেন আইআইএম আমেদাবাদের অধ্যাপক গৌতম দত্ত। ছবিও তুললেন প্রজেক্ট এলাকার। কোনও প্রজেক্ট কার্যকর করতে গিয়ে কী কী বাধা আসতে পারে, সিঙ্গুরকে সামনে রেখে সেটাই পড়ানো হবে ম্যানেজমেন্ট ছাত্রদের। আইআইএম, আমেদাবাদ। দেশের সেরা বিজনেস স্কুল। আইআইএম আমেদাবাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের অধ্যাপক গৌতম দত্ত হঠাত্‍ হাজির সিঙ্গুরে। ঘুরে দেখলেন। ছবিও তুললেন। পড়ানোর সময় ছাত্রদের সেই ছবি দেখাবেন তিনি। দেশের সেরা ম্যানেজার তৈরির পাঠশালার চর্চাতেও ঢুকে পড়ল সিঙ্গুর। একজন প্রজেক্ট ম্যানেজারের কাজই হল কোনও প্রকল্পের নীতি প্রণয়ন ও তা কার্যকর করা। তা করতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, কোন কোন সমস্যায় পড়তে হতে পারে, সেই বিষয়গুলিই পড়ানো হয় প্রজেক্ট ম্যানেজমেন্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আমাদের চোখ, কিডনি, রক্ত, চামড়ার খোলা বাজারে দাম জানুন


প্রকল্প  রূপায়ণের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে কৃষক আন্দোলন কত বড় চেহারা  নিতে পারে, সেই আন্দোলন কোন পর্যায়ে পৌছতে পারে, এক যুগের দীর্ঘ আন্দোলন কীভাবে সফল হতে পারে, সারা দেশের মধ্যে সিঙ্গুর তার সবচেয়ে বড় উদাহরণ। আন্দোলনের অভিঘাতে ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন পর্যন্ত বদলাতে হয়। সিঙ্গুরে জমি অধিগ্রহণ যে নিয়ম মেনে হয়নি, চূড়ান্ত রায়ে তাই জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কৃষকদের সমস্ত জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত। সেই সিঙ্গুর প্রকল্পের হালহকিকত্‍ যে দেশের সেরা বিজনেস স্কুলের পড়ানোর বিষয় হতে পারে, এতে আর আশ্চর্য কী! একযুগ পরেও সিঙ্গুর গোটা দেশে ভীষণভাবেই প্রাসঙ্গিক।


আরও পড়ুন  শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শিল্প গড়ার ডাক দিয়ে মিছিল করল তৃণমূল!